নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২১, ১৯:৩৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৩ জুন বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কর্তন করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী, আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, যুবলীগ নেতা মোফজ্জল বারী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ।   

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত