নন্দীগ্রামে আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ১৮:১৬ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৭
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের সুস্থতা কামনায় নন্দীগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ২ টায় দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী, ওহিদুল ইসলাম রিয়াল, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান, যুবলীগ নেতা মোফাজ্জল বারী, আব্দুল মান্নান মোল্লা, কামরুল হাসান, উজ্জল আহম্মেদ রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান মেজবাহ প্রমুখ। এ দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. জাহেদুল ইসলাম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত