নন্দীগ্রামে অর্থনৈতিক শুমারি উপলক্ষ্যে অবহিতকরণ সভা

  নাজমুল হুদা , নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮

অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের আওতায় মূল শুমারি কার্যক্রমের সর্বশেষ ও মূল শুমারি আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ শুমারি চলাকালে সারাদেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ ও ইউনিটের মৌলিক সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করা হবে।  এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের আওতায় সারাদেশের মাঠ পর্যায়ে কৃষি বহির্ভূত সবধরনের প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কার্যক্রম সম্পন্ন খানা এ শুমারির আওতাভুক্ত হবে। সারাদেশে অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহের তালিকা ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে। এদিকে সারাদেশে অনুষ্ঠিতব্য এ শুমারির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে অর্থনৈতিক শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নন্দীগ্রাম উপজেলা স্থায়ী শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রাণী দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম সরকারি মহিলা  ডিগ্রী কলেজের প্রভাষক রাজু আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম ও নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম ও সাংবাদিক আব্দুর রউফ উজ্জল প্রমূখ। 

নন্দীগ্রাম উপজেলায় অর্থনৈতিক শুমারি ৩টি জোনে পরিচালিত হবে। ১নং জোন নন্দীগ্রাম পৌরসভা ও বুড়ইল ইউনিয়ন, ২নং জোন নন্দীগ্রাম ও ভাটগ্রাম ইউনিয়ন ও ৩নং জোন ভাটরা ও থালতা মাঝগ্রাম ইউনিয়ন। এ সভায় জানানো হয় যে, নন্দীগ্রাম উপজেলায় অর্থনৈতিক শুমারি চলাকালে ৭ হাজার ৬৬০টি প্রতিষ্ঠান ও ১২ হাজার ৫০৪টি অর্থনৈতিক কার্যক্রম সম্পন্ন খানার তথ্যসংগ্রহ করা হবে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত