নদীতে গোসল করতে যাওয়াই কাল হলো শাকিলের
প্রকাশ: ৪ জুন ২০২২, ২২:৪৬ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩১
ফরিদপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. শাকিল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুন) বিকেলে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন বালিয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাকিল শহরের গোয়ালচামট এলাকার মো. নূরুদ্দীনের ছেলে। তিনি শহরের একটি খাবার হোটেলে কাজ করতেন।
স্থানীয়রা জানান, শাকিল ও তার ছয় বন্ধু বালিয়া ঘাট এলাকায় ঘুরতে এসে সবাই নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে শাকিল স্রোতের টানে ভেসে যান। পরে তার বন্ধুরা চেষ্টা করেও আর শাকিলকে আঁকড়ে ধরে রাখতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিক্রির চর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, এলাকাবাসী শাকিলকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে ব্যর্থ হন। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একটি ডুবরি দল এসে বিকেল ৪টার দিকে শাকিলের মরদেহ উদ্ধার করে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই জানান, নিখোঁজের জায়গা থেকে আনুমানিক ২০ থেকে ২৫ মিটার দূরে পানির নিচ থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত