নতুন বই নিতে গিয়ে একসাথে তিন স্কুলছাত্রী নিখোঁজ

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২, ১২:২৯ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:৪৪

বগুড়ার শিবগঞ্জে  নতুন বই নিতে গিয়ে একসাথে তিন স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় তিন যুবক অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (২ জানুয়ারি) ওই তিন শিক্ষার্থীর অভিভাবক তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।  শনিবার বছরের প্রথমদিন শিবগঞ্জের মোকামতলা ইউনিয়ন  থেকে নিখোঁজ হয় তিন স্কুল ছাত্রী। অভিযুক্ত যুবকেরা হলেন- উপজেলার মোকামতলা ইউনিয়নের  মুরাদপুর গ্রামের তারাজুল ইসলাম এর ছেলে সাকিল আহম্মেদ (২২), শংকরপুর গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে রবিন শেখ (২৩) ও অভিরামপুর গাজমাতলা গ্রামের মাহফুজার রহমান এর ছেলে জাবির ইসলাম (২২)। 

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, করোনা পরিস্থিতিতে সারা দেশের ন্যায় জেলার শিবগঞ্জে সীমিত আকারে বই উৎসব চলছে। উপজেলার মোকামতলার ৯ম শ্রেণির তিন ছাত্রী ১ জানুয়ারি নতুন ক্লাসের বই নিতে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে  বের হয়। এরপর থেকে ওই শিক্ষার্থীরা আর বাড়িতে ফিরেনি। তাদের অভিভাবকগণ আত্মীয়-স্বজনের বাড়িতে তাদের সন্ধান করে খোঁজ খবর না পেয়ে, অবশেষে থানায় গিয়ে তিন যুবকের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগকারীদের মধ্যে আবু তালেব মন্টু বলেন, ‘আমাদের মেয়েদেরকে বখাটে যুবকেরা কৌশলে তুলে নিয়ে গেছে। তাদের সন্ধান না পাওয়ায় তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।’ শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত