নছিমন উল্টে একজন নিহত, আহত ২
প্রকাশ: ৩ মে ২০২২, ১৩:১১ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০২:৫৭
বাগেরহাটের শরণখোলায় গাছ বোঝাই নছিমন উল্টে রফিকুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের পুলিশ বৈদ্যর বাড়ির সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল পহলানবাড়ি এলাকায় নূরু শাহর ছেলে। আহতরা হলেন, রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত হারেজ শরীফের মামুন শরীফ (৩০) এবং উত্তর রাজাপুর গ্রামের তুজম্বার গাজীর ছেলে লাভলু গাজী (৪০)। এই দুজনকে গুরুতর অবস্থায় শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রফিকুলের লাশ বাড়িতে নিয়ে গেছে তার পরিবার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিন শ্রমিক উত্তর রাজাপুর বটতলা থেকে গাছ বোঝাই করে হোগলপাতি এলাকায় স’মিলে (করাত কল) নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলিশ বৈদ্যর বাড়ির সামনে এলে সামনের চাকা পাংচার হয়ে গাছ বোঝাই নছিমন খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় চালক রফিকুল গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, নিহত রফিকুলের লাশ তার পরিবার বাড়িতে নিয়ে গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত