নওগাঁ-২ আসনের নির্বাচনে ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে যন্ত্রচালিত যানবাহন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬

দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন উপলক্ষ্যে ২৪ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে যন্ত্রচালিত যান। নৌ পরিবহন মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসককে ক্ষমতা দেওয়ার চিঠি ইতোমধ্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তা।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী দিবাগত মধ্যরাত ১২টা থেকে থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত অর্থাৎ আগামী ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত সব নির্বাচনী এলাকায় যন্ত্রচালিত যান চলাচল বন্ধ থাকবে। তবে প্রার্থী, পর্যবেক্ষক, ভোট কর্মকর্তা, জরুরি সেবা, সাংবাদিকদের ক্ষেত্রে এই নির্দেশনা বলবৎ হবে না।

গত ৭ জানুয়ারি এ আসনের নির্বাচন হওয়ার কথা থাকলে একজন বৈধ প্রার্থীর মৃত্যুতে পুরো নির্বাচন বাতিল করে ইসি। পরে ১২ ফেব্রুয়ারি তারিখ রেখে ফের তফসিল দেয় সংস্থাটি। 

নওগাঁ-২ আসনে নির্বাচনী ছুটি ঘোষণা করতে ইসির চিঠি

নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি 

 

সা/ ই

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত