ধেয়ে আসছে 'বিপর্যয়'- উপকূলীয় এলাকা থেকে লক্ষ মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে ভারত ও পাকিস্তানে
প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১৫:০৪ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:২৩
আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ধেয়ে আসতে থাকায় ভারত ও পাকিস্তানের উপকূলীয় এলাকাগুলো থেকে এক লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
‘বিপর্যয়’ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ উপকূল দিয়ে স্থলে উঠে আসবে এবং এর একটি অংশ পাকিস্তানের সিন্ধু প্রদেশের উপকূলেও আঘাত হানবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতে ভারি বৃষ্টির মধ্যে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
গুজরাটের রাজ্য সরকার জানিয়েছে, তারা তাদের উপকূলীয় জেলাগুলো থেকে প্রায় ৩৮ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে।
ঘূর্ণিঝড় চলার সময় বিদ্যুৎ চলে যেতে পারে এবং বন্যা দেখা দিতে পারে বলে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে ভারতের আবহাওয়া দপ্তর।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। গুজরাটের কচ্ছ জেলার কান্ডলা ও মুন্দ্রা বন্দরের কাযক্রমও বন্ধ রাখা হয়েছে। ভারতের বৃহত্তম বন্দরগুলোর মধ্যে এ দুটি অন্যতম।
ভারতের কোস্ট গার্ড জানিয়েছে, তারা মঙ্গলবার গুজরাট উপকূলের একটি খনিজ তেলের রিগ থেকে ৫০ কর্মীকে সরিয়ে নিয়ে এসেছে।
লোকজনকে সৈকতে না যেতে ও জেলেদের সাগরে না নামার জন্য কর্তৃপক্ষ সতর্ক করে আসছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গুজরাটের কচ্ছ ও রাজকোট জেলার উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাসে গাছ উপড়ে গিয়ে ও দেয়াল ধসে পড়ে তিনজন নিহত হয়েছে।
গুজরাটের প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রের কয়েকটি এলাকায়ও ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর প্রভাবে ভারি বৃষ্টি হচ্ছে, উপকূলীয় এলাকায় জোয়ারের ঢেউ বিশাল আকার নিয়ে আঘাত হানছে।
পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের জুহু সৈতক দিয়ে সাগরে নেমে যে চার কিশোর নিখোঁজ হয়েছিল সোমবার সন্ধ্যায় তাদের লাশ পাওয়া গেছে।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত তারা উপকূলীয় এলাকাগুলো থেকে প্রায় এক লাখ মানুষকে সরিয়ে অস্থায়ী আশ্রয়স্থল ও ত্রাণকেন্দ্রগুলোতে রেখেছে।
দেশটির আবহাওয়া দপ্তর করাচি, হায়দ্রাবাদ, তান্দো আল্লায়ার, শহীদ বেনজিরাবাদ ও সংঘর জেলায় ভারি বৃষ্টি ও তীব্র ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।
২০২২ সালে পাকিস্তানের বিশাল অংশজুড়ে হওয়া বন্যায় প্রায় ১৭০০ মানুষের মৃত্যু হয়েছিল। ভয়াবহ ওই বন্যার ধাক্কা পুরোপুরি সামলে ওঠার আগেই প্রবল একটি ঘূর্ণিঝড়ের মুখে পড়তে যাচ্ছে দেশটি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত