ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ 

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৬ জুলাই ২০২২, ১৯:৩৯ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ২২:২০

মানবতার কল্যাণে কাজ করে সুনাম অর্জন করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন। বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থদের মাঝে চিকিৎসা জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

(৬ জুলাই) বেলা ১১ টায় সিরাজদিখান থানা আঙ্গিনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ওসি একে, এম মিজানুল রহমান। ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি  মোঃ মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর আলম। সংগঠনের উপদেষ্টা আনিছুর রহমান রলিন, লিটন মাহমুদ, সুব্রত দাস রনক, সদস্য মোঃ আক্তার হোসন, সুরুজ মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সিরাজদিখান থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 সিরাজদিখান থানার ওসি একে এম মিজানুল রহমান বলেন এমন একটি কাজ এ কাজ সবার দ্বারা সম্ভব না। আমাদের সমাজের অনেক ধনি ব্যক্তি আছে তারা ও এসমস্ত কাজে এগিয়ে আসে না। ধলেশ্বরী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনে জড়িত রয়েছেন যারা তারা ঈদ পূর্ববর্তী সময়ে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তার হাত বাড়িয়েছেন আমি তাদের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে আনন্দিত ও  গর্বিত মনে করছি। তিনি আরও বলেন সিরাজদিখান থানা এলাকায় ধনী ব্যক্তি যারা আছেন তারা প্রতিবন্ধী এবং অসহায়দের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান  জানাচ্ছি। 

সংগঠনের সভাপতি মোঃ মোস্তফা বলেন আমরা দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছি। ঈদের আগে আমরা ৫০ টি পরিবারের মাঝে  নগদ অর্থ বিতরণ করবো প্রতিটি পরিবারের মাঝে ১ হাজার করে টাকা দেওয়া হবে। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ব্যাপক আকারে কাজ করার আশা ও ব্যক্ত করেন তিনি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত