দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন তাসকিন আহমেদ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ১৫:৩২ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:০৮

দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ঈদের আগেই তার ঘর আলো করে ফুটফুটে এক রাজকন্যার আগমন হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তাসকিন নিজেই। ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসকিন লিখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। ’

এদিকে, সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজের মাঝপথে ইনজুরির কারণে দেশে ফিরে আসেন তাসকিন আহমেদ। এখনো ফিট না হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে তিনি নেই। এরই মাঝে পেলেন আনন্দের উপলক্ষ। ঈদের কয়েক দিন আগেই তার ঘরে এলো নতুন অতিথি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নিয়েছিল তাদের পুত্র সন্তান তাশফিন আহমেদ রিহান। এর আগে, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত