উপাধ্যক্ষ এ.টি.এম আজম খান
দেশের মানুষ রক্ত দিতে শিখেছে এদেশে দিনের ভোট আর রাতে হবে না
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১৮:০০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪
জামায়েত ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান বলেছেন দেশের মানুষ রক্ত দিতে শিখেছে, এদেশে আর দিনের ভোট রাতে হবেনা। ২০০৬ সালে আওয়ামী লীগের লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার সমুচিত জবাব দিয়েছে ৫ আগষ্ট সাধারণ মানুষ। আওয়ামী লীগের ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে সাধারণ ভোটার ভোট দিতে পারেনি, ভোট দিয়েছে পুলিশ ও প্রশাসন। বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের ১৫৪ জন প্রার্থী। বাংলার মাটিতেই এমন ভোট আর হতে দেওয়া হবে না। জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কর্মীরা মৃত্যুর ভয় করে না, দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য মতিউর রহমান নিজামী ফাঁসির দড়িতে চুমু দিয়ে মৃত্যু কে বরণ করে নিয়েছেন। কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে সুধী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার রাতে নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে হারাগাছ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মোঃ রায়হান সিরাজী, কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুস সালাম সরকার, সেক্রেটারী শেখ নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী হারাগাছ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক, ইসলামী ছাত্র শিবির রংপুর জেলা (উত্তর) শাখার সভাপতি হুসাইন আহমেদ প্রমূখ। পরে একতা যুব সংঘের উদ্যোগে রংপুর পায়রা সাংস্কৃতিক সংসদ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত