দেশের বিভিন্নস্থান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মাদারীপুরে গণঅনশন কর্মসূচি পালন

  শফিক স্বপন,মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১৫:২০ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১২:১৪

আজ শনিবার (২৩ অক্টোবর) সকালে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে সম্প্রতি সময়ে কুমিল্লাসহ বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅনশন কর্মসূচি পালন করেছে মাদারীপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। 

কর্মসূচিতে মাদারীপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান   ঐক্য পরিষদের সভাপতি  ও ডেপুটি এ্যাটর্নী জেনারেল সুজিত চ্যাটার্জী বাপ্পী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান কালু খান, জাসদের জেলা সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান, উদীচীর সাধারণ সম্পাদক সেলিম হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দে প্রমূখ। 

এসময় বক্তরা দেশের বিভিন্ন জেলা হিন্দুধর্মাবলম্বীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গণঅনশন কর্মসূচি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালন করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত