কুষ্টিয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৪০ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:৩৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাংস বিক্রির টাকা চাওয়ায় আল আমিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার পশ্চিম রানাখড়িয়া গ্রামের মো. রবিউল সরদারের ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম রানাখড়িয়া গ্রামের মো. আসাদুল ইসলামের কাছে (৫০) দুই কেজি গরুর মাংস বিক্রি করেছিলেন আল আমিন। রবিবার সন্ধ্যায় আসাদুলের কাছে মাংসের টাকা চান। এ নিয়ে আল আমিনের সঙ্গে আসাদুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আসাদুল, তার ছেলে মো. আকাশ (২৫) ও মো. আকুল (২০) আমিনের ওপর হামলা চালান। সেইসঙ্গে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মমিনুল ইসলাম বলেন, ‘মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আল আমিন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।’

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত