দেবীগঞ্জে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে বৃদ্ধের উপর হামলার অভিযোগ, আটক চার  

  পঞ্চগড় প্রতিনিধি:

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১৯:১২ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:০৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের উপর হামলার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য এ.কে.এম মঞ্জিরুল হকের বিরুদ্ধে। শনিবার (২৬ অক্টোবর) ঘটনাটি ঘটে সদর ইউনিয়নের সোনাহার পূর্ব মুন্সিপাড়া এলাকায়।

হামলায় লিয়াকত আলী (৬৮) গুরুতর আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় লিয়াকত আলী বাদী হয়ে মঞ্জিরুল হককে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- সোহাগ ইসলাম, মেসবাউর হক, শরিফুল হুদা ও নূর আমিন।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জিরুল হক ও লিয়াকত আলীর মধ্যে দীর্ঘ দিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। উভয়ের পরিবারের মধ্যে এখনো দশটি মামলা চলমান রয়ছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় লিয়াকত আলী নিজ বাড়ির প্রধান দরজার সামনে গাছের ডালপালা পড়ে থাকায় সেগুলো পরিষ্কার করছিলেন। এই সময় তার বাড়িতে সংস্কার কাজ করছিলেন রাজমিস্ত্রীরা। সে সময় হঠাৎ করেই মঞ্জিরুল ও তার পরিবারের সদস্যরা এসে লিয়াকত আলী দেওয়াল ও প্রধান দরজা পুনঃনির্মাণ করার জন্য রাজমিস্ত্রী এনেছেন কিনা জানতে চান তার কাছে। এরপর দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে লিয়াকত আলীকে একা পেয়ে তার উপর ১২-১৪ জন হামলা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লিয়াকত আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরবর্তীতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পে বিষয়টি জানায় লিয়াকত। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে।এর আগে গত ৫ আগস্ট লিয়াকত আলীর বাড়িতে ভাঙ্গচুর চালিয়ে প্রধান দরজা, বাড়ির একটি ঘরের একাংশ ও সীমানা প্রাচীরের একাংশ ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। সেই ঘটনায়ও দেবীগঞ্জ থানায় মঞ্জিরুল হককে প্রধান আসামী করে মামলা দায়ের করেন লিয়াকত আলী।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত