দুলাল কৃষ্ণ সাহা সাধারণ বীমা করপোরেশনের নতুন চেয়ারম্যান
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৭
রাষ্ট্রীয় মালিকানাধীন নন-লাইফ বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন [এসবিসি]’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব দুলাল কৃষ্ণ সাহা। গত মঙ্গলবার ২৯ আগস্ট এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়ার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বীমা করপোরেশন আইন ২০১৯ এর ধারা ৯[১] [ক] অনুযায়ী সাধারণ বীমা করপোরেশন [এসবিসি]’র চেয়ারম্যান এর শূন্য পদে দুলাল কৃষ্ণ সাহার যোগদানের তারিখ থেকে তাকে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
দুলাল কৃষ্ণ সাহা মুন্সীগঞ্জের শ্রীনগরের সন্তান। তার গ্রামের বাড়ি শ্রীনগরের ভাগ্যকূল গ্রামে।
২০২০ সালে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদ থেকে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পূর্ণ সচিব হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ [এসএসডিএ]’র নির্বাহী চেয়ারম্যান নিযুক্ত হন। প্রায় দু’বছর এ পদে দায়িত্ব পালনের পর ২০২২ সালের আগস্টে তিনি অবসরে যান।
গণমাধ্যমকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন দুলাল কৃষ্ণ সাহা। তিনি বলেন, ইতোমধ্যে মন্ত্রণালয়ে তিনি যোগদানপত্র দিয়েছেন। তবে সাধারণ বীমা করপোরেশনে কবে থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু করবেন সেটি নিশ্চিত করতে পারেননি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত