দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ৩৩ লাখ টাকা দান করলেন আমির খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪২ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৪

এবছর বর্ষার বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ভারতের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিমাচল প্রদেশ। পাহাড়ের কোলে এর সাজানো সুন্দর সব শহর একেবারেই রূপ হারিয়েছে।

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকা। ভারতের সরকার থেকে হিমাচলের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তৈরি করা হয়েছে ‘অপড়া রহত কোষ’। আর সেই তহবিলেই ২৫ লাখ রুপি দান করেছেন বলিউড তারকা আমির খান। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা।

আমির খান এ প্রথম নয়, এর আগে বিভিন্ন সময়ে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময়ে তিনি অর্থ দিয়ে সাহায্য করেছেন অনেক কঠিন পরিস্থিতিতে।

আমির খানের এ সাহায্যে তাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। তিনি জানিয়েছেন, এ অর্থ গৃহহারাদের পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে। দেওয়া হবে ত্রাণও। যদিও সোশ্যাল মিডিয়ায় এ সাহায্যের খবর প্রচার করেননি আমির। চিরকালই তিনি প্রচার বিমুখ। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নন এ তারকা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত