দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের খড়ের পালা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ২০:২৯ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৩

বগুড়ার আদমদীঘি উপজেলায় দুর্বৃত্তের আগুনে পুড়ল মূল্যবান পশুখাদ্য হিসেবে ব্যবহৃত কৃষকের খড়ের পালা। গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরের ডালম্বা পশ্চিম গ্রামে খড়ের পালায় আগুন দেয়ার এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল খালেক মন্ডল জানায়, শনিবার দুপুর আনুমানিক ২টার সময় আমার প্রায় সাড়ে ৫ বিঘা জমির একটি খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে আগুন নেভানোর চেষ্টা করে। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় আমার ১০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানা পুলিশ অবহিত করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত