চারশতাধিক অসহায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে
দুর্গাপূজা উপলক্ষে সিরাজদিখানে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১৮:৫৬ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:১৮
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চারশতাধিক অসহায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল করিম । আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ত্রিনাথ মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করা হয়।
মধ্যপাড়া ত্রিনাথ মন্দির কমিটির সভাপতি মানিক পাল এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল করিম, মধ্যপাড়া ত্রিনাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র মন্ডল,জগদিশ সেন, মধ্যপাড়া ইউপি সদস্য আবু বকর খান, মধ্যপাড়া ইউপি সদস্য আবুল হোসেন, মধ্যপাড়া ইউপি সদস্য মাহমুদ, মধ্যপাড়া ত্রিনাথ মন্দির কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক রাজীব মন্ডল রাজু প্রমুখ।
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল করিম বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে জঙ্গিবাদের ঠাঁই হবে না। ৭২-এর সংবিধান রচিত হয়েছিল মুক্তিযুদ্ধের অসা¤প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা শুরু হয়। ওই হত্যাকান্ডে যারা জড়িত ছিল তারা চেয়েছিল পাকিস্তানের মতো রাষ্ট্রীয় সংবিধানে সাম্প্রদায়িকীকরণ করতে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মধ্যপাড়া ত্রিনাথ মন্দির কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক রাজীব মন্ডল । এছাড়া বক্তব্য রাখেন মধ্যপাড়া ইউপি সদস্য আবুল হোসেন, মধ্যপাড়া ইউপি সদস্য মাহমুদ, মধ্যপাড়া ত্রিনাথ মন্দির কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক রাজীব মন্ডল রাজু প্রমুখ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত