দীর্ঘ ১৭ বছর পর সিরাজদিখানে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১৭:৫৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:২৯

মুন্সীগঞ্জ সিরাজদিখানে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন বিশাল গণজমায়েতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজদিখান উপজেলা  শাখার আয়োজনে সিরাজদিখান গোয়ালবাড়ি ইউএনও পার্ক  মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা মোঃ কবির হোসাইনের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়েত ইসলামী সিরাজদিখান শাখা সেক্রেটারী মোঃ ওয়াসিম মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী নারায়গঞ্জ মহানগর জেলা আমীর ও সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী মুন্সীগঞ্জ জেলা আমীর মাওলানা মোঃ আ.জ.ম রুহুল কুদ্দুস।

আজ শুক্রবার সকাল ০৯ টা থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী সম্মেলনে জড়ো হতে থাকেন। সম্মেলনকে ঘিরে নাশকতা ও শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতা কর্মী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় অবস্থান নেয়।

কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারী দারসুল কুরআন মাওলানা এ,কে.এম ফকরুদ্দীন রাজী,সিরাজদিখান উপজেলা নায়েবে আমীর মাওলানা নূর মোহাম্মদ সিরাজী,বাংলাদেশ জামায়েত ইসলামী মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারী মোঃ মজিবুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামী মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মোঃ শামীম মোল্লা, বাংলাদেশ জামায়েত ইসলামী মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মোঃ খিদির আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী  ছাত্র শিবির মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারী মোঃ আল আমীন, বাংলাদেশ জামায়েত ইসলামী মুন্সীগঞ্জ জেলা নায়েবে আমীর মোঃ নূরুল হক পাটোয়ারী, বাংলাদেশ জামায়েত ইসলামী মুন্সীগঞ্জ জেলা সাবেক আমীর মাওলানা মোঃ আব্দুল আউয়াল জিহাদী, মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম সভাপতি মোঃ জাকির লস্করসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত