দিন মজুর -রেজাউল করিম রোমেল
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১৪:২৬ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:০১
দিন মজুর
--------------
রেজাউল করিম রোমেল
----------------------------------
আমি এক দিনমজুর
গায়ে খেটে খাই,
দেশের নিয়ম নীতি
আমার জানা নাই।
সারাদিন গায়ে খেটে
যে টাকা পাই,
তা দিয়ে সংসার আমার
চলে নারে ভাই।
মুখ্যু সুখ্যু মানুষ আমি
বুঝি না রাজনীতি,
পেটের দায়ে দিনমজুর
বুঝিনা স্বজনপ্রীতি।
চাল ডাল তেল নুন কিনতে
লাগে যে টাকা,
এসব কিনতে গেলে আমার
পকেট হয় ফাঁকা।
আমরা হোলাম দিনমজুর
আমাদের দুঃখ বুঝবে কি তাঁরা,
দেশের নেতা-নেত্রী আর
মুন্ত্রী এম.পি যারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত