দলে হাইব্রিডদের কোন জায়গা নেই- প্রতিমন্ত্রী 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:১০ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক  ফরহাদ হোসেন এমপি বলেছেন দলে হাইব্রিডদের কোন জায়গা নেই। আমাদের দরকার ভোট বাড়ানোর নেতা। আমাদের ভোট ভাঙ্গার নেতার প্রয়োজন নেই। যারা ভোট ভাঙ্গার জন্য দল করতে এসেছেন তাদের দল থেকে বের করে দেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ মুজিবুর রহমান এর নামকরণ মুজিবনগর হওয়ার কারণে মুজিবনগরের এক সময় উন্নয়ন হয়নি। একাত্তরের পরাজিত সৈনিকরা মুজিবনগরকে অবহেলিত করে রেখেছিল। বর্তমান সরকার এসে এই মুজিবনগরের উন্নয়ন করছেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি রবিবার দুপুরে তাঁর বাসভবনে মেহেরপুর জেলা কৃষকলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে একথা বলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, আতিয়ার রহমান, পলাশ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত