দক্ষিণ জেলা শ্রমিক দলের কর্মিসভা সফল করতে বোয়ালখালীতে প্রস্তুতি সভা

  মোহাম্মদ ইউনুস

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১৬:৫০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৫৪

চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের কর্মীসভা সফল করার লক্ষ্যে বোয়ালখালী উপজেলা শ্রমিকদল এর প্রস্তুতি সভা বুধবার (২৩ অক্টোবর) উপজেলা সদরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আগামী ২৬ অক্টোবর ২০২৪ইং দক্ষিণ জেলা শ্রমিক দলের কর্মীসভা সফল করার জন্য উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোহাম্মদ আকরাম হোসেন দুলাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল সত্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা শ্রমিকদল এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, ডাক্তার মহসিন খান তরুন, বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক বাবু স্বপন শীল, অর্থ সম্পাদক সৈয়দ দিদারুল আলম রিটন।

এইসময় আরো উপস্থিত ছিলেন, বোয়ালখালী শ্রমিক দল নেতা এস্কান্দর মিয়া চৌধুরী, জসিম উদ্দিন,আবুল মনছুর, জানে আলম, আশরাফ মামুন, আবদু শুক্কুর, মোজাম্মেল হোসেন বাবু, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল করিম, রবিউল হোসেন সেহাব, মোহাম্মদ বাবুল চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করে কর্মিসভা সফল করতে শ্রমিক দলের সর্বস্থরের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত