দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:১১ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:১১
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের দাপট থামছেই না। কুইন্টন ডি কক ও ডেভাল্ড ব্রেভিসের আগ্রাসী ব্যাটিংয়েও ভেঙে পড়েনি ভারতীয় শিবির। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা অষ্টম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের উৎসব করেছে তারা। আহমেদাবাদে সিরিজের শেষ ম্যাচে ৩০ রানের জয়ে চার ম্যাচের সিরিজ শেষ হয় ৩-১ ব্যবধানে।
রানবহুল এই ম্যাচে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেন জসপ্রিত বুমরাহ। শিশির ভেজা মাঠে বল হাতে দুর্দান্ত নিয়ন্ত্রণ দেখিয়ে চার ওভারে মাত্র ১৭ রান খরচ করে দুই উইকেট নেন তিনি। শেষদিকে মার্কো জানসেনের টানা ছক্কায় ম্যাচে উত্তেজনা তৈরি হলেও বুমরাহর নিখুঁত ইয়র্কারে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার আশা।
এর আগে ব্যাট হাতে ভারতের ইনিংসে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। মাত্র ১৬ বলে অর্ধশতক পূর্ণ করে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন হার্দিক। তিনি ২৫ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অন্যদিকে তিলক ভার্মা ৪২ বলে ৭৩ রান করে ইনিংসের ভিত গড়ে দেন। এই দুজন মিলে ৭.২ ওভারে ১০৫ রানের কার্যকর জুটি গড়েন।
শুভমান গিল না থাকায় ওপেনিংয়ে নামেন সাঞ্জু স্যামসন। অভিষেক শর্মার সঙ্গে শুরুটা দ্রুত করেন তিনি। দুজনে ৫.৩ ওভারে যোগ করেন ৬৩ রান। অভিষেক ২১ বলে ৩৪ রান করেন। তবে পাওয়ার প্লে পেরোতেই ছন্দ হারান স্যামসন, ২২ বলে ৩৭ রান করে ফিরে যান তিনি।
মাঝের ওভারে সূর্যকুমার যাদব ও শিবম দুবে আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ড সচল রাখেন। সূর্যকুমার ফিফটির দেখা না পেলেও শুরু থেকেই বাউন্ডারি হাঁকান। শিবম দুবে ইনিংসের প্রথম বলেই ছক্কা মারেন।
২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতে ম্যাচ নিজেদের দখলে এনে ফেলে। শিশিরের সুবিধা নিয়ে ডি কক ও ব্রেভিস ১০ ওভারের মধ্যেই ১ উইকেটে ১১৮ রান তুলে নেন। শততম টি-টোয়েন্টিতে ডি কক ৩৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।
তবে ১১তম ওভারে বল বদলাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। শুষ্ক বল হাতে নিয়ে বুমরাহ ডি কককে ফেরান। এরপর পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৫৫ রান, কিন্তু বুমরাহর নিয়ন্ত্রিত বোলিং ও ভারতীয় ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২০১ রানেই থামে দক্ষিণ আফ্রিকা।
এই জয়ে ভারত শুধু সিরিজ জিতেই থামেনি, বরং টানা ১৪টি দ্বিপাক্ষিক টি–টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকার ধারাবাহিকতাও বজায় রেখেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত