সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বড় হামলা, ট্রাম্প বললেন ‘ভয়াবহ প্রতিশোধ’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০১ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:০৭
সিরিয়ার পালমিরা শহরে দুই মার্কিন সেনা ও একজন দোভাষী হত্যার প্রতিশোধ নিতে দেশটিতে আইএস [আইএসআইএল) আস্তানাগুলোর ওপর বড় ধরনের হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। শুক্রবার [১৯ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অভিযানের ঘোষণা দেন। খবর আল জাজিরার।
ট্রাম্প জানান, মার্কিন দেশপ্রেমিকদের নৃশংস হত্যার দায়ে খুনি সন্ত্রাসীদের ওপর অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই প্রতিশোধ নেওয়া হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, এই বিশেষ সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হকআই স্ট্রাইক’। তিনি বলেছেন, এটি কোনো নতুন যুদ্ধের সূচনা নয়, বরং আমেরিকানদের হত্যার একটি দাঁতভাঙা জবাব।
এই অভিযানে আইএসের যোদ্ধা, তাদের ঘরবাড়ি, অবকাঠামো ও অস্ত্র রাখার জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মধ্য সিরিয়া জুড়ে ইতোমধ্যে আইএসের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে মার্কিন বাহিনী।
সিরিয়ার বর্তমান নতুন সরকারও আমেরিকার এই অভিযানকে পূর্ণ সমর্থন দিচ্ছে। বাশার আল-আসাদ সরকারের পতনের পর গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল-শারা গত মাসেই ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে আইএসবিরোধী লড়াইয়ে সহযোগিতার চুক্তি করেছিলেন।সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা দেশ থেকে সন্ত্রাসীদের নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত সপ্তাহে সিরিয়ার পালমিরায় মার্কিন ও সিরীয় বাহিনীর একটি গাড়িবহরে আইএসের হামলায় দুই মার্কিন সৈন্যসহ তিনজন নিহত ও আরও তিনজন আহত হন। বর্তমানে সিরিয়ায় প্রায় এক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে যারা আইএসের অবশিষ্টাংশ নির্মূলে কাজ করছে।
হোয়াইট হাউসের মতে, সিরিয়াকে একটি নিরাপদ ও স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো বড় বাধা, আর সেই বাধা দূর করতেই এই পাল্টা হামলা চালানো হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত