ত্রিমুখী সংঘর্ষে আহত ৪১ পুলিশ হাসপাতালে: ডিএমপি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১৭:২৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭
রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংর্ঘষে এখন পর্যন্ত ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বিষয়টি নিশ্চিত কলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন।
এদিকে নাইটিঙ্গেল মোড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, কারা হামলা করেছেন এখনো চিহ্নিত করা যায়নি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত