ত্রাণ সহায়তার জন্য মিসর-গাজা সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১৪:০৪ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২

ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দিতে মিসর-গাজা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতিসংঘসহ বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনিদের জন্য আসা জরুরি ত্রাণ মিসরীয় সীমান্তে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে করণীয় নিয়ে রবিবার মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তেহ আল সিসির সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এরপরই তিনি জানিয়েছেন, মানবিক সহায়তার জন্য রাফাহ সীমান্ত আপাতত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ সীমান্তটি সোমবার সকাল ৯টার দিকে কয়েক ঘণ্টার জন্য খুলে দেওয়া হতে পারে। ত্রাণের গাড়িগুলোকে সীমান্তে সারিবদ্ধ অবস্থা দেখা গেছে।

গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপে সীমান্ত দিয়ে পানি, জ্বালানি ও খাদ্য সরবরাহ বন্ধ রয়েছে। উপত্যাকাটিতে মানবিক পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। ২০০৭ থেকে গাজাকে ইসরায়েল অবরুদ্ধ করে রাখার পর আন্তর্জাতিক সহায়তার ওপর অনেকটা নির্ভরশীল এখানকার ফিলিস্তিনিরা।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত