তেতুঁলিয়ায় সিএনজি-বাস মুখোমখি সংঘর্ষে থ্রি হইলার চালক নিহত

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫১ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:৩৬

বেকারী পণ্যনিয়ে তেতুঁলিয়া যাওয়ার পথে বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে থ্রি হইলার চালকের মৃত্যু। তেতুঁলিয়া হাইওয়ে পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুরে  উপজেলার বোয়ালমারি এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম আতিকুল্লাহ আতিক (২৩) পিতা মোসলেম উদ্দীন সাং- সর্দারপাড়া বোদা পৌরসভা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, থ্রি হইলারে বেকারী পণ্য নিয়ে আতিক তেতুঁঁলিয়া যাচ্ছিল। এসময় পঞ্চগড়গামী একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় থ্রি হইলারটি পাশে উল্টে পড়ে যায়। স্থানীয়রা চালক আতিককে তেতুঁলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। 
 তেতুঁলিয়া হাইওয়ে ওসি জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ পোষ্ট মর্টেম করবেনা মর্মে তার পরিবার জানালে মরদেহটি তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে সড়ক পরিবহন ২০১৮ আইনে  একটি নিয়মিত মামলার করা হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত