তেজগাঁও এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:৩১
রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় আজ মঙ্গলবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন।
সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টা বিক্ষোভ করার পর শ্রমিকেরা কাজে ফিরে গেছেন। পুলিশ বলছে, বকেয়া বেতনের প্রতিশ্রুতি পাওয়ার পর তাঁরা কাজে যোগ দেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলছে, সকালে কাজে যোগ না দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ১০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শ্রমিকেরা বলছেন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে তাঁদের বেতন পরিশোধ করা হয়। তবে আজ ২০ তারিখ হলেও তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পাওয়া পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন না।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন পাওয়ার ব্যবস্থা করে দিলে বেলা ১১টার পর তাঁরা কাজে ফিরে গেছেন। সেখানে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত