তিন পরিবারকে সমাজচুত্য করে রাখার অভিযোগ

  আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ 

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৮ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:০৭

বগুড়ার আদমদীঘিতে মাতবরের খলিয়ানে গরু জবাই না করার দায়ে ৩ পরিবারকে সমাজচুত্য(একঘরে) করে রাখার অভিযোগ উঠেছে। উপজেলা ছাতিয়ানগ্রাম ষ্টেশনপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বর্তমানে সমাজচুত্য (একঘরে) ওই পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছে। এঘটনায় ওই ভুক্তভোগী ৩ পরিবার প্রতিকার চেয়ে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবার একটি লিখিত অভিযোগ করেছে। 

সমাজচুত্য (একঘরে) পরিবারের সদস্য ফেরদৌস হোসেন,মোজাফ্ফর হোসেন ও আব্দুস সামাদ খন্দকার বলেন,গত কোরবানী ও তার আগের কোরবানী ঈদের সময় গ্রামের এক মাতবর তার খলিয়ানের কোরবানীর গরু জবাই করার নির্দ্দেশ দেন। আমরা ওই মাতবরের নির্দ্দেশ না মেনে আমাদের নিজ খলিয়ানে কোরবানীর গরু জবাই করি। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মাতবর আবু নঈম। একপর্যায়ে ঈদ পরবর্তীতে আরো কয়েকজন মাতবর একত্রিত হয়ে বৈঠক বসিয়ে ৩ পরিবারকে সমাজচুত্য (একঘরে) করে। তারপর থেকে অদ্যবদি পর্যন্ত  গ্রামের কোন অনুষ্ঠানে তিন পরিবারকে দাওয়াত করা হয় না এবং কাহারো সাথে মেলামেশা করতে দিচ্ছে না। এমতঅবস্থায়  গত প্রায় দুই মাস পূর্বে সমাজচুত্য(একঘরে) ফেরদৌস হোসেনের  ভাই এর মেয়ের বিয়ে অনুষ্ঠানে দাওয়াত দিয়ে দেয়নি তার ভাইকে।  

এদিকে প্রতিবেশীদের সাথে রাস্তাঘাটে একঘরে পরিবারের দুই একজন  সদস্যদের সাথে কথাবার্তা হওয়ায় মাতবর আবু নঈম সহ আরও কয়েকজন মাতবরগন গত ২ ফেব্রুয়ারী বুধবার রাতে গ্রামে এক বৈঠক করে। ওই বৈঠকে গ্রামবাসীদের নির্দ্দেশনা দেয়া হয় কেউ যদি একঘরে ফেরদৌস, মোজাফ্ফর ও সামাদ খন্দকারের পরিবারের সাথে মেলামেশা করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। মাতবরদের এমন হুশিয়ারী জানান পর একঘরে ওই পরিবারের সদস্যরা ভয় ও শংকায় দিন যাপন করে আসছে। অবশেষে সামাজিক মুক্ত জীবনের আশায়  প্রতিকার চেয়ে গত ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার একঘরে ওই ৩ পরিবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এঘটনায় মাতবর আবু নঈম এর সাথে তার ব্যবহÍত ০১৭২১-৮৯৮৭৮৮ নম্বরে কয়েক দফা ফোন করলেও তিনি মোবাইল ফোন  রিসিভ করেননি। 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় এর সাথে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য উপজেলা সমাজসেবা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরো জানান,ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত