তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকার রোলিং মিল বস্তিতে আগুন
তালাবদ্ধ ঘরের গ্যাস বা বৈদ্যুতিক লাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১০:১৪ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৫
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকার রোলিং মিল বস্তিতে আগুনের ঘটনায় অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। আশপাশে থেকে পানির ব্যবস্থা করতে না পারা ও চিপা গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে সমস্যা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
বস্তিতে চারতলা পর্যন্ত বাঁশ, কাঠ ও টিনের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছু তালাবদ্ধ ঘরের গ্যাস বা বৈদ্যুতিক লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংস্থাটি।
আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর সোমবার (১৩ মার্চ) রাত ১০টায় তাৎক্ষণিক এক স্পট ব্রিফিংয়ে এসব কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, ‘বস্তির ঘরের কিছু কিছু রুম আটকানো ছিল। আমরা জানতে পেরেছি এসব তালাবদ্ধ রুম থেকে আগুনের সূত্রপাত। তবে গ্যাসের চুলা থেকে নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এটা তদন্ত করে দেখবো।’
‘আমরা প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর আমরা পাইনি,’ বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ‘এখানে একেকটি রুমে একেকটি পরিবার থাকে। এমন প্রায় ৫০টি রুম পুড়েছে৷ বাসার হিসাব করলে আনুমানিক ১১টি বাসা পুড়েছে। এই রুমগুলো টিনের এবং কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত বিস্তার করেছে।’
পরিচালক বলেন, ‘এই অঞ্চলটিতে আমাদের গাড়ি নিয়ে পৌঁছাতে সময় লেগেছে। তবে আশপাশের ফুড কোম্পানিসহ বেশ কিছু কোম্পানি আছে। আগুনের ঘটনায় এসবের কোনও ক্ষতি হয়নি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত