তালগাছ থেকে পড়ে তরুণের মৃত্যু

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ২০:২৪ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:৫৮

বাগেরহাটের মোরেলগঞ্জে তালগাছ থেকে পরে হাসির খাঁন (১৬) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা এলাকায় তাল শ্বাস কাটতে গিয়ে পরে আহত হন হাসির খান। পরে স্থানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

নিহত হাসির খান জিউধরা এলাকার শাহাদাত খানের ছেলে। করোনা শুরুর পর থেকে হাসির আর ঠিকমত স্কুলে যেত না। স্থাণীয়দের বাড়ি ঘরে ছোটখাট কাজ করত।

হাসির খানের প্রতিবেশী বাচচু বলেন, দুপুরে তালশ্বাস কাটতে গাছে ওঠে হাসির খান। হঠাৎ করে গাছ থেকে পরে যায় হাসির খান। পরে আমরা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, তালগাছ থেকে পরে এক তরুনের মৃত্যুর খবর শুনেছি। তার মরদেহ মোংলা থানায় রয়েছে। মোংলা থানায় পুলিশ পাঠানো হয়েছে। খোজ খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত