তাবলীগ জামাতের ১৪ মুসল্লিকে অজ্ঞান করে সর্বস্ব লুট

  শফিক স্বপন,মাদারীপুর:

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৮ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:৫৮

দেশের বিভিন্ন জেলা থেকে আসা মাদারীপুরের কালকিনিতে তাবলীগ জামাতের ১৪জন মুসল্লিদের অচেতন করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় ওই মুসল্লিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার বড়ব্রীজের পাসের একটি মসজিদে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন, মুতাহের আলী, আব্দুর রহিম, হামিদুর রহমান, আছির আলী, তাহের আলী, আব্দুল অয়াহিদ ও মহিউদ্দিনসহ ১৪জন।

হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা গেছে, পৌর এলাকার পালরদী নদীর উপরে বড় ব্রীজের পাসের একটি মসজিদে দেশের বিভিন্ন জেলা থেকে তাবলীগ জামাতের একটি দল আসেন। কিন্তু কেবা কাহারা তাদের রাতের খাবারের সাথে অচেতননাশক ওষুধ মিশিয়ে দেয়। পরে জামাতের ওই সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলে সকলে অচেতন হয়ে পরে। এ সুযোগে দুর্বৃত্তরা মুসল্লিদের সাথে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত