তাইওয়ানকে অতিরিক্ত নিরাপত্তা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
প্রকাশ: ১৭ মে ২০২৩, ১২:১৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:২০
তাইওয়ানকে অতিরিক্ত নিরাপত্তা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল মঙ্গলবার দেশটির আইনপ্রণেতাদের এ কথা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথোরিটির (পিডিএ) মাধ্যমে শিগগিরই তাইওয়ানকে উল্লেখযোগ্য পরিমাণ নিরাপত্তা সহায়তা দেওয়া হবে, যা গত বছর কংগ্রেসে অনুমোদন পেয়েছে।
পিডিএ নিরাপত্তা সহায়তার বিষয়টি দেখভাল করে। এই কর্তৃপক্ষের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া হয়েছে। চলতি মাসের গোড়ায় রয়টার্স এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পিডিএর মাধ্যমে তাইওয়ানকে ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে।
গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেছিলেন। সে সময় বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছিল চীন। তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র। তাইওয়ানের অস্ত্রের সবচেয়ে বড় অংশই আসে যুক্তরাষ্ট্র থেকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত