" তবে এসো " - ইভা আলমাস

  ইভা আলমাস

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১৪:৩১ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২১

 " তবে এসো "
     ।। ইভা আলমাস।। 

বাতাসটা আজ খুব মায়াবী লাগছে 
কার যেন সুগন্ধ নিয়ে এসেছে!
কি এক মাদকতায় বিভোর প্রাণ মন 
আবেশিত হৃদয় জুড়ে শুধু
তোমারই অনুরণন।

তুমি কি পাঠিয়েছো
বাতাসে ভর করে কোন প্রেমপত্র 
লুক্কায়িত তৃষিত দৃষ্টি 
অথবা কপোলের তিলের স্পর্শ 
নয়তো নতুন কোন কবিতার সুগন্ধ  
তাহলে অস্তরাগের নিষ্পাপ রাগিণী
আজই কেন হলো বাতাসের বাজুবন্ধ!
না কি মিষ্টি হাওয়া নিয়ে এলো
তোমার এলোমেলো নিমন্ত্রণ?

তবে এসো ---------
নিশ্চল প্রেমময় চোখে
          তুমি চেয়ে থাকো
                     শুধু আমার পানে।
 আবেগে কম্পিত
 মনটাকে তুলে রাখো
  অতি যতনে বুকের বাম কোণে।
বাতাসের ঐ মদিরাক্ষীতে
 ভাসিয়ে নাও আমায়
 তেপান্তরের সুখালয়ে
যেথা অনাবিল আশ্বাসে হারাবো দুজন
 অজানা অভিপ্রায়ে....
       

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত