ঢালিউডে 'তুফান' এর তাণ্ডব , যা বলছেন নায়ক নায়িকারা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১২:৩০ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৪৭

১ মিনিট ২১ সেকেন্ডের একটি টিজারই যেন আভাস দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লন্ডভন্ড করে দেবে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা তুফান। শাকিব খানের একেবারে অন্য রকম লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে একেবারে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি। সেই সঙ্গে টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি ‘তুফান’-এর টিজারে আলাদা মাত্রা যোগ করেছে। সাথে আছেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’ ও ‘আগস্ট ১৯৭৫’ ছবিতে অভিনয়ের প্রায় ৩ বছর পরে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। 

এদিকে সিনেমা মুক্তি উপলক্ষ্যে (১২ জুন) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাকিব খান, অভিনেত্রী মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

সংবাদ সম্মেলন মাসুমা রহমান নাবিলা বলেন,  আমি এ ছবির গল্প পড়ার সময়  ছবির দৃশ্যপটগুলো দেখতে পারছিলাম। তুফান সিনেমা আসলেই তুফান সৃষ্টি করবে। 

এ অভিনেত্রী জানান, তিনি অনেক খুশি। সেই সঙ্গে যখন জানতে পেরেছিলেন মেগাস্টার শাকিব খান ছবিতে অভিনয় করবেন। এর চেয়ে বিশাল আমাদের জন্য আর কী হতে পারে। শাকিব খানের জন্য হলেও তুফানে অভিনয় করতে হতো।

সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘ আমি যখন প্রথম তুফানের গল্প শুনি, তখন আসলে বিশ্বাস করতে পারছিলাম না এটা পর্দায় তুলে ধরা কীভাবে সম্ভব। রাফীকে প্রশ্ন করেছিলাম, ও আমাকে অভয় দিয়েছিল। শেষ পর্যন্ত কী দারুণভাবে সিনেমাটি শেষ করা হয়েছে আমি সত্যি গর্ববোধ করছি রাফীকে নিয়ে।’

তিনি আরও বলেন, ‘তুফান’ সিনেমাটি একদিকে ক্লাসিক্যাল অন্যদিকে কর্মাশিয়াল। মানুষ এখন ভালো জিনিসের মর্ম বোঝে। হলিউড বলিউড সিনেমার পাশে আমার সিনেমা কেন চলবে? হ্যাঁ চলবে, সিনেমার কোয়ালিটির জন্য। আমি এখন খুব বেছে বেছেই সিনেমা করছি। কারণ দিনশেষে কোয়ালিটিফুল সিনেমাই মানুষ দেখতে চায়। ‘তুফান’ তেমনই একটি সিনেমা। যা দিন দিন বেগবান হচ্ছে। এর গান ও ট্রিজার মুক্তির পর বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। একদিন ইংলিশরাও বাংলা সিনেমা দেখবে।’

মঙ্গলবার বিকেলে আলফা আই, চরকি ও এসভিএফের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় সিনেমার টিজার। সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য রকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে ‘তুফান’ তৈরি হয়েছে। টিজারের নিচে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকেরা। 

টিজার নিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘“তুফান” এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। “তুফান” তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার সীমারেখা অনেক বাড়িয়ে দেবে। বলা যায়, “তুফান” আমার জীবনের একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ।’ 

এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, তাঁরা বেশ আনন্দিত সিনেমার টিজার ও কাজ নিয়ে।

প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, বড় পর্দা মানেই শাকিব খান। এই ঈদেও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন তিনি। সঙ্গে চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকেই থাকবেন।

এর আগে ‘তুফান’-এ অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী প্রথম আলোকে বলেছিলেন, ‘রায়হান রাফী এ সময়ের প্রতিভাবান পরিচালক। তিনি আলাদা একটা দর্শক তৈরি করেছেন। সেদিক থেকে তাঁর প্রতিও আমার আস্থা আছে। আর এত বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে।’

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।

এ সিনেমায় আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা। ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। 

আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ১৭ই জুন বাংলাদেশের প্রেক্ষাগৃহে এবং ২৮শে আন্তর্জাতিক ভাবে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে । 

মুক্তির পাঁচদিন আগে দেশের সব বড় বড় সিঙ্গেল স্ক্রিন নিশ্চিত করে ফেলেছে ‘তুফান’। চাহিদার শীর্ষে থাকা এ ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বনানীর অফিসে বুকিং এজেন্ট ও হল মালিকরা ভিড় করছেন। 

সা/ই


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত