ঢাবির কলাভবনের ওয়াশরুম থেকে ‘ককটেল’ উদ্ধার
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩, ১৩:৩৫ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৭
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা ভবনের ১১০৬ নম্বর রুমের ওয়াশরুম থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বস্তু দুটি উদ্ধার করে।
কলা ভবনসূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচতলায় ১১০৬ নম্বর রুমের ওয়াশরুমে নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন ককটেল সদৃশ দুটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি প্রক্টরকে জানানো হলে তিনি শাহবাগ থানাকে অবহিত করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে আসে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, কলা ভবনের ওয়াশরুম থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে। এটি আসলে ককটেল কিনা, তা বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত