ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী

  নজরুল ইসলাম প্রতিনিধি, শ্রীনগর(মুন্সিগঞ্জ) 

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৩ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে  প্রাইভেটকারের চাপায় প্রাণ  হারিয়েছে  সামিউল রাফি (২০) নামে এক মোটরসাইকেল আরোহী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মহাসড়কের মাওয়ামুখি লেনে ওই দূর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে১০ টার দিকে সমষপুর এলাকায় দ্রুতগতির অজ্ঞাত নামা প্রাইভেটকার পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ সামিউল রাফি গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মো: হাসনাত শিকদার  গুরুতর আহত হয়েছে। তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে দেখি মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং চালককে  উদ্ধার করে চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।

হাঁসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত