ঢাকা বারের নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৩ |  আপডেট  : ১৮ মে ২০২৪, ১৬:১০

ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ভোটকেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপারের বদলে নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়াকে কেন্দ্র করে ভোটগ্রহণ স্থগিত রয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী আইনজীবী।সবশেষ খবর পাওয়া পর্যন্ত, প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বারের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মিটিংয়ে বসেছেন।

জানা গেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার ভোটগ্রহণ স্থগিত করেছেন। এ বিষয়ে জরুরি মিটিং চলছে। মিটিং শেষে ভোটের পরবর্তী কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত হবে। এ ব্যাপারে নীল দলের ট্রেজারার পদপ্রার্থী আব্দুর রশীদ মোল্লা বলেন, দুপুর ১২টার দিকে কেন্দ্রে এসে দেখি ব্যালট নিয়ে গেছে। এ ঘটনার পর এখন ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

এদিন সকাল নয়টায় দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়। এর আগে প্রথম দিন বুধবার একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে চার হাজার ২৩০ আইনজীবী ভোট দেন।

বিস্তারিত

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত