ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে চুক্তি সই
প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ১২:৪২ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:১৫
ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে চুক্তি সই হয়েছে৷ সোমবার (২৩ আগস্ট) কায়রোর বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ঢাকা-কায়রো ফ্লাইট চালুর লক্ষ্যে ইজিপ্ট এয়ার ও আলো ঢাকা এভিয়েশনের মধ্যে চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী ঢাকা থেকে সপ্তাহে দুইদিন এ ফ্লাইট চলবে। একইভাবে কায়রো থেকেও সপ্তাহে দু’টি ফ্লাইট ঢাকায় আসবে। ইজিপ্ট এয়ারের পক্ষ থেকে মোহামেদ ওয়েল ইদিমারদেশ ও আলো ঢাকা এভিয়েশনের পক্ষ থেকে সৈয়দ আলী সামি চুক্তিতে সই করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত