ঢাকায় তেজগাঁওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডে নারী ও শিশুর মৃত্যু
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১০:১৫ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬
রাজধানীর তেজগাঁওয়ে এফডিসির পাশে মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে একজন নারী ও একজন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানা না গেলেও শুক্রবার মধ্যরাতে এক প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস এ খবর নিশ্চিত করেছে।
শুক্রবার দিবাগত রাত দুইটা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর রাত আড়াইটার দিকে খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস। প্রথমে ৮ ও পরে ১৩ ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘আগুনে পুড়ে যে দুজনের মৃত্যু হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের মধ্যে একজন নারী ও আরেকজন শিশু। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এফডিসির সামনের ওই বস্তিতে গতকাল শুক্রবার মধ্যরাতে আগুন লাগার খবর পেয়েছি। এরপর ১৩ ইউনিট একসঙ্গে কাজ করে রাত পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘শুক্রবার রাতে আগুন লাগার খবর পেয়ে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।’
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত