ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ১২শ মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১৪:২৪ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে একদিনে ১ হাজার ২১৩টি মামলা হয়েছে। ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৩০ টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এ ছাড়া ৫৭ টি গাড়ি রেকার করা হয়েছে। 

মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় মামলাগুলো হয়েছে ও জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।  

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত