ঢাকায় ইয়াবাসহ ৫২ জনকে গ্রেফতার 

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৪৩

রাজধানী ঢাকায় ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকসহ ৫২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চার হাজার ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৬৩ গ্রাম হেরোইন, দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৬০ ক্যান বিয়ার জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত