ডেপুটি প্রতিরক্ষা প্রধানকে বরখাস্ত করলেন পুতিন
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:২৮ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:০৪
ইউক্রেনে হামলা চালাতে সেনাবাহিনীকে প্রয়োজনীয় রসদ সরবরাহ করতে না পারায় ডেপুটি প্রতিরক্ষা প্রধানকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামকে জানায়, জেনারেল দিমিত্রি বুলগাকভ, যিনি ডেপুটি ডিফেন্স মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করতেন তাকে শনিবার তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। খবর বিবিসি’র
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ৬৭ বছর বয়সী দিমিত্রি বুলগাকভ তার দায়িত্ব থেকে অব্যাহিত দিয়ে নতুন দায়িত্ব প্রদান করা হবে। তার স্থলাভিষিক্ত হবেন কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ, যিনি বন্দর নগরী মারিউপোলে মস্কোর অবরোধ পরিচালনা করেন।
২০০৮ সাল থেকে জেনারেল বুলগাকভ রাশিয়ার সেনাবাহিনীকে রসদ সরবরাহের দায়িত্বে ছিলেন। এছাড়া ২০১৫ সালে সিরিয়াতে সৈন্য মোতায়নের পর তাদেরকেও দেখভালের দায়িত্ব দেওয়া হয়।
পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে তিনি তার দায়িত্ব ঠিক মতো পালন করেননি। ফলে ইউক্রেনে রাশিয়ান সৈন্যরা দিকবিদিক হয়ে পড়েছে।
এদিকে রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে ঘাটতি দেখা দেওয়ায় কয়েক মাস আগে ক্রেমলিন উত্তর কোরিয়া এবং ইরান থেকে নতুন আর্টিলাটি এবং ড্রোন ক্রয় করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত