ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতা হাফিজকে অব্যাহতি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১৬:৫০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বরিশালের একটি আদালত। সোমবার (১৮ নভেম্বর) সকালে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দেন।
মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর মেজর হাফিজ বলেন, আজকে মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল। নির্ধারিত দিনে হাজির হয়ে অব্যাহতির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মূলত হয়রানির জন্য বিগত সরকার আমার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিল।
তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী-গুণী লোকই সরকারে থাকুক তা দুর্বল সরকার। অন্তর্বর্তী সরকার নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে তা দ্রুত করে যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেবে বলে আমি আশা করি।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় মেজর হাফিজ ছাড়াও আসামি করা হয় ভোলার লালমোহন উপজেলার বিএনপি নেতা মো. বাবুল বিশ্বাসকে।
হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে ৬ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র সংসদ সদস্য হয়ে পরে বিএনপিতে যোগ দেন। গত আগস্টে বিএনপির নীতি-নির্ধারণী পর্ষদ মেজর হাফিজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত