ডিএসসিসি'র ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত: গাড়িচালক গ্রেফতার

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১০:১২ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩

রাজধানীর ওয়ারীতে রাজধানী সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে এক বৃদ্ধ নিহতের ঘটনায় ময়লার গড়িচালককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গাড়িচালক মো. মোর্শেদ আলমকে (২৮) গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে এক বৃদ্ধ নিহতের ঘটনায় ময়লার গাড়িচালক মোরশেদকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ময়লার গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হন। ওয়ারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে তখন জানান, আমরা খবর পেয়ে রাজধানী সুপার মার্কেটের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি।

এর আগে, গত ২৪ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই পান্থপথ এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন কবির খান নামের আরেক ব্যক্তি। দুই দুর্ঘটনাতেই চালকদের গ্রেফতার করা হয়। ঘটনার পর দুই সিটি করপোরেশনই গঠন করেছে তদন্ত কমিটি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত