ডিএমপির অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৬৫
প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ১০:৩৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল মাদক উদ্ধার করেছে। এ সময় ৬৫ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সময়ে এ অভিযান চালানো হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৫৮ গ্রাম ৪০৭ পুরিয়া হেরোইন, ৬৯ হাজার ৮৬৮ পিস ইয়াবা ও ৮ কেজি ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত