ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১৭:৪৮ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪৭

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনের দক্ষিন পাশে গুডস কেবিনের নিকট ট্রেনে কাটা পড়ে অঞ্জাত পরিচয় এক যুবকের (২৬) মৃত্যু হয়েছে । শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারনা । সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সংবাদ পাওয়ার পর লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে ।

সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা গেছে,শুক্রবার রাতের কোন এক সময় অজ্ঞাত পরিচয়ের ওই যুবক সান্তাহার জংশন ষ্টেশনের গুডস কেবিনের নিকট ট্রেনে কাটা পড়ে মারা যায় । সকালে স্থানীয় লোকজন বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করে । পরে শনিবার সকালে রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান,লাশের পরিচয় সনাক্তের জন্য পিবিআই এর একটি দল সান্তাহার রেলওয়ে থানায় এসেছে এবং তাঁরা লাশ সনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে । 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত