ট্রাকের চালক-হেলপারকে গ্রেফতারের দাবীতে বাগেরহাটে মানববন্ধন
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ২০:৫৬ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১২
বাগেরহাটের ফকিরহাটে মাহিন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ ও ট্রাকের চালক হেলপারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নওয়াপাড়া বাজার এলাকায় এই মানববন্ধন হয়। মানববন্ধনে নিহত শিক্ষার্থীদের সহপাঠি ও স্বজনরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, আল হেরা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোমতাজুল ইসলাম, সহকারী শিক্ষক হাওলাদার আব্দুল হাকিম, মাওলানা নাসির উদ্দিন, ছাত্র হাফেজ মোঃ আবু বক্কর ও হাফেজ মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, একটি ট্রাক চারটি তাজা প্রাণ কেড়ে নিল। এখন পর্যন্ত ট্রাকটি শনাক্ত করতে পারলনা কেউ। ট্রাকটির হেলপার ও চালককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। যেকোন ভাবে ট্রাকের হেলপার ও চালককে আটকের দাবি জানান মানববন্ধনকারীরা।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলীর বলেন, নিহত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ কোন মামলা করেনি। ট্রাকটি শানাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
খুলনার আলীয়া মাদ্রাসায় আন্তজার্তিক ক্বেরাত সম্মেলনে অংশ গ্রহন শেষে শনিবার গভীর রাতে বাড়ী ফেরার পথে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মুনষ্টার জুটমিলের সামনে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে হাফেজ আব্দুল্লাহ মাহমুদ, আঃ গফুর, সালাহ উদ্দিন ও হাফেজ সাকিব হাসান নিহত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত