টেপামধুপুরে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৯ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪১

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে আলহাজ্ব আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ শনিবার বিদ্যালয় হলরুম বিতরণ করা হয়। কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের হয়বৎ খাঁ চর গ্রামে অবস্থিত নর্থ লাইন এসোসিয়েটেড লিঃ এর আওতায় পরিচালিত ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১১ জন বৃত্তি প্রাপ্ত হয়। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুলে এবং ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল ঘোষনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসানা আইরিন এর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদের, মোঃ আব্দুর রাজ্জাক, অভিভাবক সদস্য  তোফাজ্জল হোসেন, জহির উদ্দিন, সহকারি শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক বৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত