টেপামধুপুরে অগ্নি কান্ডে গবাদিপশু ও ঘর পুড়ে ছাই
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১৮:১২ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:০৯
কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সদরাতালুক গ্রামে গত সোমবার রাতে অগ্নিকান্ডে গোয়াল ঘরে রাখা গরু, ছাগল, হাঁস, মুরগি সহ ঘর পুড়ে ভস্মীভ‚ত হয়েছে। আগুন নিভাতে গিয়ে শাহ আলম নামে এক ব্যাক্তি আহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে সোমবার রাতে সদরা তালুক গ্রামের আব্দুল মান্নানের পুত্র আবুল হাসেমের গোয়াল ঘরে বিদ্যুতের সটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে গোয়াল ঘরে রাখা ১টি বকনা গরু, ২টি ছাগল, ১০ হাঁস, ১৫টি মুরগি সহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এছারাও ঘরে থাকা আসবাবপত্র,ধান সহ প্রায় ল¶াধিক টাকার মালামাল পুড়ে যায়। বাড়িতে যাওয়া রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে ঘটনা স্থলে পৌঁছাতে পারেনি। আগুন নিভাতে গিয়ে প্রতিবেশি শাহ আলম নামের এক ব্যাক্তি আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম ঘটনা স্থল পরির্দশন করেন। নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবার কে শুকনা খাবার ও কম্বল প্রদান করেন এবং পরিষদ থেকে নগদ টাকা ও টিনের আশ্বাস প্রদান করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত